পুয়ের্তো মন্ট শহরের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন ওই বিমানে। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর পরই সেখানে ছুটে গেছেন দমকলের কর্মীরা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িটি থেকে আশেপাশের বাড়ি-ঘরে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কাজ করে যাচ্ছেন তারা। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।