Search
Close this search box.
Search
Close this search box.

চীনকে ৬১ বছর পর লাশ ফেরত দিচ্ছে কোরিয়া

অনলাইন প্রতিবেদক, সিউল, ১৮ মার্চ ২০১৪:

কোরিয়া যুদ্ধে নিহত ৪৩৭ জন চায়নিজ সেনাকে ফেরত দিচ্ছে দক্ষিণ কোরিয়া। এই মাসের শেষের দিকে লাশের কফিনগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কোরিয়ার পাজু শহর থেকে হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে দক্ষিণ কোরিয়া ও চীনের কর্মকর্তারা।

chardike-ad

PYH2014031708850031500_P2

১৯৫০-৫৩ কোরিয়া যুদ্ধে চীন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে সৈন্য পাঠায়। যুদ্ধ পরবর্তী সময়ে নিহত চায়নিজ সৈন্যদেরকে পাজুর ‘হিউন্যানিটেরিয়ান গ্রাউন্ডে’ সমাহিত করা হয়। দক্ষিণ কোরিয়ানদের অনেকেই শত্রুদের সিমেট্রি হিসেবে অভিহিত করে থাকে।

প্রেসিডেন্ট পার্ক গত ডিসেম্বরে চীনকে তাদের সেনাদের ফেরত নেওয়ার ব্যাপারে প্রস্তাব দেয় এবং চীন তা গ্রহণ করে। তারই অংশ হিসেবে চীনের সেনাদের ফেরত দিচ্ছে দক্ষিণ কোরিয়া।