Search
Close this search box.
Search
Close this search box.

জাপান উপসাগরে দুই জাহাজের সংঘর্ষ : ১ চীনা ক্রু’র মৃত্যু, ৮ জন নিখোঁজ

সিউল, ১৮ মার্চ ২০১৪:

জাপান উপসাগরের মুখে মালবাহী দুটি জাহাজের সংঘর্ষে এক চীনা ক্রু মারা গেছে এবং অপর আট জন নিখোঁজ রয়েছে। জাপানের উপকূলরক্ষীরা এ কথা জানায়।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে উরাগা নদী পথে পানামা পতাকাবাহী বিগল ৩ এর সঙ্গে দক্ষিণ কোরিয়ার পেগাসাস প্রাইমের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বিগল ৩ সাগরে ডুবে যায়। বিগল ৩তে ২০ চীনা ক্রু’র মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। অপর আটজন নিখোঁজ রয়েছে।

chardike-ad

images (1)সূত্র মতে, নিখোঁজ ক্রুদের উদ্ধারে জাপানী উপকূলরক্ষীরা ঘটনাস্থলে দুটি হেলিকপ্টার ও ১৯ টহল জাহাজ পাঠিয়েছে। দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চলছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার পেগাসাস প্রাইমে যে কজন ক্রু ছিল তাদের মধ্যে সিউলের ছয় ও মায়ানমারের আটজন রয়েছে। এদের অধিকাংশই অক্ষত রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার দু’জন সামান্য আহত হয়েছে।