Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার ৩০ রকেট উৎক্ষেপণ

সিউল, ২৩ মার্চ ২০১৪:

উত্তর কোরিয়া অন্তত ৩০ টি স্বল্পপাল্লার রকেট ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। শনিবার সকালে কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে এ রকেটগুলো ছোঁড়া হয় বলে জানান তিনি।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে, রকেটগুলোর আনুমানিক ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরত্ব পাড়ি দেয়ার ক্ষমতা রয়েছে।

chardike-ad

tmp_551_201402287490প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রকেটগুলো ছোঁড়ার আগে উত্তর কোরিয়া কোনো সতর্কবার্তা পাঠায়নি।

পিয়ংইয়ং এই মাসের মধ্যে এই নিয়ে চতুর্থবারের মতো রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালালো। এর আগে দেশটি এই সপ্তাহেই ২৫ টি রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিলো।

এই রকেট ছোঁড়ার ঘটনায় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার প্রচণ্ড সমালোচনা করে এবং আমেরিকা আগের মতোই উত্তর কোরিয়ার প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকেই আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বার্ষিক যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। সূত্রঃ পরিবর্তন।