cosmetics-ad

দক্ষিণ কোরিয়ায় নৌযানে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১

সিউল, ২৪ মার্চ ২০১৪:

দক্ষিণ কোরীয় দ্বীপের অদূরে সোমবার একটি মাছ ধরা নৌযানে আগুন ধরে গেলে আরোহীরা সাগরে লাফিয়ে পড়ে। এ ঘটনায় ৬ জনের মৃত্যু ও নৌকাটির নাবিক নিখোঁজ রয়েছে।

PYH2014032400530005600_P2

স্থানীয় কোস্টগার্ড মুখপাত্র এএফপিকে জানায়, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ জেজুর অদূরে ৩৮ টনী নৌযানটিতে আগুন ধরে গেলে এর ৫ ইন্দোনেশীয় ক্রু ও এক দক্ষিণ কোরীয় হিম শীতল পানিতে ঝাঁপিয়ে পড়লে মারা যায়।

তিনি আরো জানান, পুলিশ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে।