স্থানীয় একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। কাউন্সিলর কে এম সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত গোলাম মসিহ। অনুষ্ঠানে সৌদি আরবের জেদ্দা, তায়েফ, মদিনা থেকে আসা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, বিভিন্ন কমিউনিটি নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের উন্নয়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে আগামী তিন বছরের জন্য পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেসব দেশ থেকে কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায় ও বাণিজ্য বিনিয়োগ করা যায় তার তালিকা তৈরি করতে তাদেরকে বলা হয়েছে এবং এর সুফল আমরা পাচ্ছি।’
তিনি বলেন, ‘পাকিস্তান সরকারের অনুরোধে সৌদি সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য ২০০ রিয়ালে ভিজিট ভিসা দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আসার পর ভিজিট ভিসা ফি কমিয়ে আনার বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করবেন।’