Search
Close this search box.
Search
Close this search box.

rohitসাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। প্রোটিয়া-বাহিনীর বিরুদ্ধে এই দুর্দান্ত জয়ের পরে অনেকেই কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পেতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ার একটা অংশ অভিযোগ করছেন, ভারতীয় দলের কথা মতোই উইকেট তৈরি করা হয়েছে। নিজেদের পছন্দের উইকেটের সুবিধা নিয়েই প্রথম ম্যাচে ফ্যাফ দু’প্লেসিদের হারিয়েছে টিম ইন্ডিয়া।

ভারতের এই জয়ের পিছনে অবশ্য কোনো গন্ধ পাচ্ছেন না পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সমস্ত জল্পনা উড়িয়ে ভারতের পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, ‘‘ইংল্যান্ডের কথা মতোই কাজ করে না ইংল্যান্ডের গ্রাউন্ডসম্যানরা। বিশ্বকাপে পিচ তৈরি করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো ওঁদের মেনে চলতে হয়। অন্য লোকের কথা ওরা কেন শুনতে যাবে?’’

অনেকেই দাবি করছেন,আর্থিক দিক থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সব চেয়ে স্বচ্ছল। সেই জোর খাটিয়ে ভারতীয় বোর্ড নিজেদের পছন্দের মতো উইকেট তৈরি করার জন্য জোর দিয়েছে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেলেছে ভারত। এটা মানতে হবে। আর ভালো খেলার জন্যই ম্যাচটা জিতেছে ভারত। এর পিছনে অন্য কোনো কারণ নেই।’’

টানা তিনটি ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা এখন দক্ষিণ আফ্রিকার। হাসিম আমলাদের শোচনীয় ব্যর্থতা দেখে বিস্মিত শোয়েব। তিনি বলছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার জন্য খারাপ লাগছে। কী কারণে ওরা খারাপ খেলছে, তা আমার জানা নেই। অনেকগুলো কারণের জন্যই হয়তো ওরা নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারছে না। তবে স্বীকার করতেই হবে, ভারত দক্ষিণ আফ্রিকার থেকে ভাল খেলেছে।’’

ক্রিকেটমাঠে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। নিজের কেরিয়ারে বহুবার ভারতীয় ব্যাটসম্যানদের উইকেট উপড়ে দিয়েছেন এই ফাস্ট বোলার। কিন্তু, ভারত নিজেদের পছন্দ মতো পিচ তৈরি করে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ধরাশায়ী করেছে, এমন থিওরিকে ছুড়ে ফেলে দিচ্ছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। যোগ্য দল হিসেবেই ভারত জিতেছে বলে মনে করছেন একসময়ের এই ভয়ঙ্কর পেসার।

chardike-ad

সূত্র: আনন্দবাজার পত্রিকা