Search
Close this search box.
Search
Close this search box.

washington-post-and-gurdianচীনে যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ওয়াশিংটন পোস্ট ও ব্রিটেনের দ্য গার্ডিয়ান ব্লক করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে চীনের নাগরিকরা ইন্টারনেটের মাধ্যমে পত্রিকা দুটি আর পড়তে পারবেন না। খবর বিজনেস ইনসাইডার।

এছাড়া চীনে আগে থেকেই নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, ব্লুমবার্গ ও রয়টার্সসহ বেশ কয়েকটি ইংরেজি নিউজ ওয়েবসাইট বন্ধ রয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হলো ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ান। চীনের মূলভূখণ্ডের বাসিন্দারা ইন্টারনেটে শেষ যে কয়টি ইংরেজি ওয়েবসাইট দেখতে পেতেন, তার মধ্যে এই পত্রিকা দুটি ছিল অন্যতম। এছাড়া ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও অনেক দিন আগে থেকেই বন্ধ করে রেখেছে চীন।

বিজনেস ইনসাইডার জানায়, ১৯৮৯ সালের ৪ জুন তিয়ানমেন স্কয়ারে সংঘটিত হওয়া দমনাভিযানের সঙ্গে সম্পর্কিত সবকিছু মুছে দিতে পদক্ষেপ নিয়েছে চীন। দমনাভিযানের ঘটনার ৩০ বছর পূর্তিকে কেন্দ্র করে সম্প্রতি রোবট সেন্সর ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগযোগমাধ্যম উইচ্যাট থেকে ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত সব ধরনের শব্দ ও ছবি ব্লক করে দিয়েছে চীন সরকার।