লেবাননের গ্রাম দখলের মহড়া চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি প্রশিক্ষণ একাডেমিতে এ মহড়া চালানো হয়েছে। ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভ এ খবর দিয়েছে।
টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে- ইসরাইলের পদাতিক বাহিনী, সাজোয়া ইউনিট, বিমান বাহিনী ও গোয়েন্দা বিভাগ এ মহড়ায় অংশ নিয়েছে। সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিভাগ এবং টানেল ও বাঙ্কারে যুদ্ধের ইউনিটও যোগ দেয়।
ইসরাইলি সেনাবাহিনীর প্রশিক্ষণ তত্ত্বাবধানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল বেনি আশারন বলেছেন, ‘আগামীতে যুদ্ধ হলে আমরা লেবাননের সব গ্রামে ঢুকব না। আমরা কেবল ওই সব গ্রামে হামলা চালাব যেগুলো শত্রুকে পরাজিত করতে ভূমিকা রাখতে পারবে।’
গত মাসে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সেদেশে যেকোনো আগ্রাসনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরণের কোনো পদক্ষেপ নিলে ইসরাইলি বাহিনী ধ্বংস হয়ে যাবে। হিজবুল্লাহ তিল পরিমাণ ভূমির বিষয়েও কোনো ছাড় দেবে না বলে তিনি জানান।