Search
Close this search box.
Search
Close this search box.

জেজুতে এশিয়ার বৃহত্তম মহাকাশ যাদুঘর

সিউল, ৩০ মার্চ ২০১৪:

‘বিধাতার দ্বীপ’ খ্যাত দ. কোরিয়ার জেজু আইল্যান্ডে নির্মিত হয়েছে এশিয়ার বৃহত্তম ‘মহাকাশ যাদুঘর’। আগামী মাসেই এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩০ হাজার বর্গমিটার জায়গা নিয়ে নির্মিত চার তলা যাদুঘর ভবনটিতে বিমানচালনা বিদ্যা ও মহাকাশ বিজ্ঞানের গবেষণা, আবিষ্কার ইত্যাদি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

chardike-ad

imagesজেজু ফ্রী ইন্টারন্যাশনাল সিটি ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে ও কোরিয়ান বিমান বাহিনীর সহযোগিতায় দীর্ঘ ছয় বছর সময়কালে নির্মিত স্থাপনাটির পিছনে প্রাথমিকভাবে খরচ হয়েছে ১১ হাজার ৫ শ’ কোটি উওন (১০ কোটি ৬৭ লক্ষ ইউএস ডলার)।