Search
Close this search box.
Search
Close this search box.

নাইজেরিয়ার স্কুলে খুলে নেয়া হচ্ছে হিজাব

hijab
প্রতীকী ছবি

স্কুলে প্রবেশ করতে হলে মুসলিম মেয়েদের হিজাব বা মুখ ঢেকে রাখার পর্দা খুলে নেয়া হচ্ছে। নাইজেরিয়ার একটি স্কুলে ঘটেছে এই ঘটনা। মুসলিম মেয়েদের হিজাব খুলের নেয়ার দৃশ্য ভাইরাল হয়েছে দেশটির সামাজিক মাধ্যমে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার ইবাদন শহরের দ্য ইন্টারন্যাশনাল স্কুলে ঘটেছে এই ঘটনা। ৪৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, ওই স্কুলের এক শিক্ষক এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে চিৎকার করে কথা বলতে।

chardike-ad

তিনি বলেন, ‘তাদের জাহান্নামে যেতে দাও।’ তবে ওই শিক্ষক বলেন, মেয়েরা স্কুলের বাইরে হিজাব পরতে পারবে। এ ঘটনায় মুসলিম মেয়েদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলে অনেকে উল্লেখ করেছেন। আবার কেউ বলেছেন, স্কুল মসজিদ বা চার্চ নয়। তাই স্কুলের ইউনিফর্ম পড়ে স্কুলে যাওয়া উচিৎ।