Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়া উপকূলে কার্গো জাহাজ ডুবিতে ২ জনের প্রাণহানি

ঢাকা, ৪ এপ্রিল, ২০১৪:

উত্তর কোরিয়ার ১৬ নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ দক্ষিণ কোরিয়া উপকূলে ডুবে যাওয়ায় কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষীরা বাকি নাবিকদের উদ্ধারে শুক্রবার তল্লাশী অভিযান চালায়। তারা উত্তর কোরিয়ার দুই নাবিকের লাশ এবং অপর তিন নাবিককে জীবিত উদ্ধার করেছে। বাকী ১১ জন এখনো নিখোঁজ রয়েছে।

chardike-ad

PYH2014040407440005400_P2চার হাজার ৩শ’ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন মঙ্গোলিয়ার পতাকাবাহী কার্গো জাহাজ থেকে স্থানীয় সময় রাত ১টার পর পরই বিপদ সংকেত পাঠানো হয়। দক্ষিণ কোরিয়া উপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে এ সংকেত দেয়া হয়।

জাহাজটি উত্তর কোরিয়া থেকে চীনে যাচ্ছিল। দক্ষিণ কোরিয়ার উপকূলক্ষীদের মুখপাত্র জানান, তাদের ১২টি নৌযান এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। জীবিত উদ্ধার করা তিন নাবিককে জেজু দ্বীপের হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধার অভিযানে জাপানের উপকূলরক্ষীরা অংশ নেবে বলে ঘোষণা দেয়া হয়েছে।