Search
Close this search box.
Search
Close this search box.

উত্তরের যেকোন স্থানে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা দ. কোরিয়ার

সিউল, ৪ এপ্রিল, ২০১৪:

দক্ষিণ কোরিয়া শুক্রবার জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার যেকোন স্থানে আঘাত হানতে সক্ষম এমন একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি এক মেট্রিক টন ওজনের বোমা বহন করতে সক্ষম।

chardike-ad

119375জাপানে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়া এমন দু’টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাত্র দু’দিন আগে গত ২৩ মার্চ দক্ষিণ কোরিয়া এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এ ঘোষণা কোরীয় উপদ্বীপের বর্তমান উত্তেজনাকে আরো উস্কে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ এ সপ্তাহের গোড়ার দিকে উভয় দেশের ভূ-খন্ডের জলসীমায় গোলাবর্ষণ করে।

২০১২ সালে যুক্তরাষ্ট্রের সাথে করা একটি চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া এ নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে। এক মেট্রিক টন ওজনের বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫শ’ কিলোমিটার দূরে আঘাতে হানতে পারবে।