Search
Close this search box.
Search
Close this search box.

স্টারবাকসকে ছাড়িয়ে যাচ্ছে দক্ষিণ কোরীয় ব্র্যান্ডগুলো

সিউল, ১১ এপ্রিল ২০১৪:

সবচেয়ে জনবহুল দেশ চীনের বাজারে ব্যবসা সম্প্রসারণে বিশ্বের সবচেয়ে বড় কফি চেইন স্টারবাকসকে ছাড়িয়ে যাচ্ছে দক্ষিণ কোরীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা। দ্রুত বর্ধনশীল চীনা বাজারে স্টারবাকসের দ্বিগুণ গতিতে ব্যবসা সম্প্রসারণ করছে তারা। খবর ওয়ার্ল্ড বুলেটিনের।

chardike-ad

প্রচার-প্রচারণা, নতুন বিক্রয়কেন্দ্র খোলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে উপস্থিতির কৌশলগত লড়াই— সবদিক থেকেই যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক কফি পরিবেশনকারী কোম্পানিটির চেয়ে চীনের বাজারে এগিয়ে আছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ ব্র্যান্ড ক্যাফে বেনে।

3351516দক্ষিণ কোরিয়ার কফিশপ বাজারের ৭৫ শতাংশই ক্যাফে বেনের দখলে। স্টারবাকসের দখলে মাত্র ১৫ শতাংশ বাজার শেয়ার, যা বিশ্বের শীর্ষ কফি চেইনটির জন্য রীতিমতো ব্যর্থতা।

২০১৫ সালে চীনের সাড়ে ১১ বিলিয়ন ডলারের বাজারে প্রতি ৮ ঘণ্টায় একটি করে কফিশপ খুলতে যাচ্ছে বেনে। বছর শেষে চীনে ৩ হাজার স্টোর যোগ হবে তাদের ব্যবসায়।

অন্যদিকে স্টারবাকস আগামী বছর মাত্র দেড় হাজার নতুন কফিশপ চালুর পরিকল্পনা করছে। বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণায় স্থানীয় সংস্কৃতির সঙ্গে আন্তর্জাতিক আমেজের সম্মিলন ঘটিয়েও দারুণ সফল কোরীয় ব্র্যান্ডগুলো। স্থানীয় টিভি নাটকে নিজেদের পণ্য প্রদর্শনের সুফল পাচ্ছে বেনে। মান কফি, জো কফির মতো কোরীয় কোম্পানিগুলোও চীনে ব্যবসা সম্প্রসারণে বেশ আগ্রাসী। সূত্রঃ বণিকবার্তা।