সৌদি আরবে মক্কা শরিফের পবিত্র মিনা নগরীর ফ্লাইওভার (উড়াল সেতু) থেকে নামার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মোশারফ হোসেন (২৮) , তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বরুদিয়া ইউনিয়নের ইউসূফ আলীর ছেলে।
বুধবার স্থানীয় সময় বিকেলে সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে মক্কার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিনা ব্রিজ থেকে নামার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে জোরে আঘাত লাগায় মোশারফ হোসেনের মৃত্যু হয়।