Search
Close this search box.
Search
Close this search box.

নিউজিল্যান্ডে ইসলাম বিদ্বেষী বর্ণবাদীকে শাস্তি দিলো আদালত

nzনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ভিডিও শেয়ার করার অভিযোগে এক বর্ণবাদীকে শাস্তি দিয়েছে দেশটির আদালত। সম্প্রতি ৪৪ বছর বয়সী এ বর্ণবাদীকে গ্রেফতার করেছে নিউজিল্যান্ড পুলিশ। ৪৪ বছরের ফিলিপ নেভিল আরপস ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। আর এ অপরাধের জন্য আদালত তাকে ২১ মাসের কারাদণ্ড প্রদান করে।

নিউজিল্যান্ডের সুপ্রিমকোর্টে এ মামলাটির সাজা কমানোর আবেদন করেছিল আসামির আইনজীবী।আদালত তা খারিজ করে শাস্তি বহাল রাখে। আসামির আইনজীবী জানান, ২১ মাস কারাভোগের এ রায়টি আসামির জন্য অনেক বেশি। আদালতের উচিত তার সাজা কমানো। তাকে গৃহবন্দী করা।

chardike-ad

সুপ্রিমকোর্ট বর্ণবাদী ফিলিপের আইনজীবীর আবেদন খারিজ করে দিয়ে বিচারক বলেন, প্রথম আদালতের রায়টিই ‘ন্যায্য ও ন্যায়সঙ্হত’।