Search
Close this search box.
Search
Close this search box.
road-accident
ফাইল ছবি

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আলতাফ উদ্দিন (৪৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলতাফ সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি গ্রামের মৃত তরিকত উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় দুবাইয়ের সার্জা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ বর্তমানে স্থানীয় হাসপাতাল মর্গে রয়েছে। লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

chardike-ad

তিনি এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আলতাফ উদ্দিনের মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে আলতাফের মা।

সড়ক দুর্ঘটনায় আলতাফ উদ্দিনের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক তার গ্রামের বাড়িতে গিয়ে পরিবার সহ আত্মীয়-স্বজনকে শান্তনা প্রদান করেন কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের(ইউএই)’র সভাপতি জুনেদ আহমদ,সহ-সভাপতি মতিউর রহমান