শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৫ এপ্রিল ২০১৪, ৬:১৮ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন ওবামা


সিউল, ২৫ এপ্রিল ২০১৪:

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন। রাজধানী সিউলের বাইরে মার্কিন বিমান ঘাঁটিতে তিনি অবতরণ করেন।
PYH2014042502810031500_P2

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষার জোর প্রস্তুতির আভাসের কারণে সৃষ্ট উদ্বেগ এবং ফেরি ডুবির কারণে দক্ষিণ কোরিয়ার শোকাবহ আবহের মধ্যেই ওবামার এ সফর অনুষ্ঠিত হচ্ছে।