Search
Close this search box.
Search
Close this search box.

প্রেসিডেন্ট পার্কের ক্ষমা প্রার্থনা

সিউল, ২৯ এপ্রিল ২০১৪:

ফেরী দূর্ঘটনার মত বড় দূর্যোগ প্রতিরোধ করতে না পারা এবং সেউওলহো দূর্ঘটনা পরবর্তী দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে না পারায় ক্ষমা প্রার্থনা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে। ফেরী দূর্ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে প্রথমবারের মত তিনি ক্ষমা প্রার্থনা করেন।

chardike-ad

প্রেসিডেন্ট পার্ক আজ সকালে আনসানে নিহতদের প্রতিকৃতির সামনে মাথা নিচু করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন “দূর্ঘটনাটি প্রতিরোধে ব্যর্থতা এবং পরবর্তীতে পর্যাপ্ত পদক্ষেপ নিতে না আমরা পারার জন্য অনেক মূল্যবান জীবন হারিয়েছি। আমি দুঃখিত এই ধরণের দূর্ঘটনা প্রতিরোধ করতে না পেরে এবং যথাযথ ব্যবস্থা নিতে না পেরে। আমি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি”।

AEN20140429002351315_01_i

তিনি কোরিয়ার পুরো নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। ভবিষ্যতে এই ধরণের দূর্ঘটনা রোধে নতুন সেফটি সিস্টেম কার্যক্রমের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইতিমধ্যে দূর্ঘটনার দায় স্বীকার করে প্রধানমন্ত্রী জং হুং উওন পদত্যাগ করেছেন।