
বৈজ্ঞানিক গবেষণার জন্য চাঁদ থেকে আনা নমুনা বিভিন্ন দেশকে দিচ্ছে চীন। ইতিমধ্যে দেশটি ১২৫.৪২ গ্রাম চন্দ্র নমুনা বিতরণ করেছে। এর মধ্যে ২.১৮ গ্রাম মহাকাশ স্টেশন ছাং এ-৫ নমুনা ছয়টি দেশের সাতটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন এসব তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, এখন পর্যন্ত চীন এবং আন্তর্জাতিক বিজ্ঞানীরা ছাং এ-৫ এবং ছাং এ-৬ চন্দ্র মিশন থেকে প্রাপ্ত নমুনা ব্যবহার করে ১৫০টিরও বেশি গবেষণা ফলাফল প্রকাশ করেছেন। এই গবেষণাগুলো চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস, গঠনের প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে।
চন্দ্র নমুনা বিতরণের জন্য দুটি বিশেষ পর্যায়ের অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করে চীন। যোগ্য গবেষণা প্রতিষ্ঠানগুলো একটি অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারে। এই প্রক্রিয়ায় একটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা পর্যালোচনার পর মহাকাশ প্রশাসন চূড়ান্ত অনুমোদন দেয়।
চন্দ্র নমুনার জন্য আবেদন বছরে দুবার গ্রহণ করা হয় এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় পাঁচ মাস সময় লাগে।



































