ব্রেক ড্যান্স শেখাটা এমনিতেই কষ্টসাধ্য। কিন্তু এ কষ্টসাধ্য কাজটিই যদি এমন কেউ করেন, যার পা-ই নেই! হ্যাঁ, অসম্ভব এ কাজটিই করেছেন ভারতের ব্রেক ড্যান্সার বিনোদ ঠাকুর। ২২ বছর বয়সী এ তরুণ মোবাইল মেকানিক হিসেবে কাজ করতেন। এ সময় মোবাইলে বিভিন্ন হিপ-হপ নাচের ভিডিও দেখে মাত্র তিন মাস সময়ের ব্যবধানে নাচটা