দক্ষিণ কোরিয়ার একদল অ্যাক্টিভিস্টের পিয়ংইয়ং বিরোধী লিফলেট সরবরাহ ঠেকিয়ে দিলো দেশটির পুলিশ। শনিবার উত্তর কোরিয়ায় সেসব লিফলেট সরবরাহ ঠেকিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। খবর এএফপি। শনিবার সীমান্তবর্তী পাজু সিটিতে অবস্থিত একটি পার্কে ২০ জনের মতো বিক্ষোভকারী একত্রিত হয়। এ সময় পাঁচ হাজার লিফলেট, প্লাস্টিক ব্যালুন ও গ্যাস ক্যানিস্টার বহনকারী একটি
“মা কাঁদছে-জ্বলছে দেশ, ঘুরে দাড়াও বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশে চলছে সহিংসতাকারিদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের আন্দোলন। হরতাল আর অবরোধকারি ছোঁড়া বোমা ও পেট্রলবোমায় দদ্ধ হচ্ছে সাধারণ মানুষ। এসব বোমাবাজদের ধরিয়ে দিতে রোববার দুপুরে হেলিকপ্টরযোগে চাঁপাইনবাবগজ্ঞ ও শিবগঞ্জ উপজেলা সদর এলাকায় প্রচারনামূলক লিফলেট বিতরণ করেছে র্যাব।