তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আরও ১১টি বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ৪৫টি বেসরকারি টিভি চ্যানেলকে অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে পূর্ণ সম্প্রচারে আছে ৩০টি। ১১টি সম্প্রচারের অপেক্ষায় আছে এবং ৪টি ফ্রিকোয়েন্সি পায়নি। সোমবার সংসদে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ইটিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। ‘গণতন্ত্রের কালো দিবস’ উপলক্ষে লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্য প্রচার করায় সোমবার বিকাল থেকে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। যদিও চ্যানেলটির কর্তৃপক্ষ জানিয়েছেন তারা সম্প্রচারে আছেন। তবে বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখা যাচ্ছে না