শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৬ ফেব্রুয়ারী ২০১৬, ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার

হুন্ডির অভিযোগে দেগুতে দুই বাংলাদেশীকে গ্রেফতার


C0A8CA3C0000014BFDA9E84B00017EC5_P2_99_20160216085811

প্রায় ৬০০কোটি উওন হুন্ডির অভিযোগে দক্ষিণ কোরিয়ার দেগুতে দুই বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দেগু পুলিশ জানিয়েছে, অবৈধভাবে টাকা পাঠানোর দায়ে এই দুই বাংলাদেশীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কারো নাম জানায়নি পুলিশ। ৪৬ বছর বয়সী গ্রেফতারকৃত বাংলাদেশী ২০১৪সাল থেকে গত দুই বছরে ৬০০কোটি উওন অবৈধভাবে বাংলাদেশে পাঠিয়েছে বলে দাবি করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অন্য বাংলাদেশীর ব্যাপারে তেমন কিছুই জানায়নি।

পুলিশ জানিয়েছে এই দুই ব্যক্তি সিউল, খিয়ংগিদো এবং দেগু থেকে প্রায় ৩০০জন বাংলাদেশীর শ্রমিকদের টাকা বাংলাদেশে নিয়মিত পাঠাতো।