Search
Close this search box.
Search
Close this search box.

আফ্রিদির নতুন রেকর্ড

afridiআরব আমিরাতে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে হেরে ইতিমধ্যেই সিরিজ খুঁইয়েছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য রুদ্ধশ্বাস লড়াই করলেও শেষপর্যন্ত ৩ রানে হেরে গেছে দলটি। তবে দল হারলেও বড় একটি রেকর্ডের মালিক হয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ১৫ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন আফ্রিদি। এর ফলে টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। রেকর্ড গড়তে অভিজ্ঞ আফ্রিদি পেছনে ফেলেন তারই স্বদেশি সতীর্থ সাঈদ আজমলকে। ৮৬ ম্যাচে ৮৬ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন আফ্রিদি। আর ৬৪ ম্যাচে ৮৫ উইকেট নিয়ে তার পরেই রয়েছেন  আজমল।

chardike-ad

টি-টোয়েন্টিতে সেরা দশ উইকেট শিকারির তালিকায় প্রথম তিনজনই পাকিস্তানের। আফ্রিদি, আজমলের পর তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি পেসার উমর গুল।  ৫৮ ম্যাচে ৮৩টি উইকেট রয়েছে তার ভান্ডারে।

টি টোয়েন্টিতে সেরা পাঁচ উইকেট শিকারি
ক্রিকেটার             দেশ             ম্যাচ      উইকেট
শহিদ আফ্রিদি       পাকিস্তান          ৮৬         ৮৬
সাঈদ আজমল      পাকিস্তান          ৬৪         ৮৫
উমর গুল             পাকিস্তান          ৮৫         ৮৩
লাসিথ মালিঙ্গা       শ্রীলঙ্কা            ৬১         ৭৪
অজন্তা মেন্ডিস       শ্রীলঙ্কা            ৩৯         ৬৬।