Search
Close this search box.
Search
Close this search box.

দ্বিতীয় বিসিকে টি-২০ টুর্ণামেন্টের রেজিস্ট্রেশন শুরু

আগামী ১ মে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া আয়োজিত দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট। ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ১৬টি দল রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। কর্মব্যস্ত কোরিয়া প্রবাসীদের আনন্দ দিতে বিভিন্ন ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে বিসিকে গত বছর থেকে এই আয়োজন করে আসছে।

BCK Cricket 2016টুর্ণামেন্ট বাস্তবায়নের জন্য বিসিকে’র নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক রানাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন জামান সরকার নলেজ, আসাদুজ্জামান জুয়েল, মাসুদ লি, ইমন আহমেদ, জুয়েল আহমেদ, ইব্রাহিম মাহাদি, ইজাজুল হক, জিয়াউল হক, মোহাম্মদ ইব্রাহিম, ফেরদৌস টিটু, আজমীর হোসেন, ইউসুফ হোসেন, নুর হোসেন এবং রাফিজ রনি।

chardike-ad

রেজিস্ট্রেশন শেষ হলেই টুর্ণামেন্টের সূচি চুড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিকে’র টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটি। আনসান, শিওয়া, পাজু, উইজংবু এবং সিউলের ৫টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।  টুর্ণামেন্টে অংশগ্রহণ এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইমন:০১০-৯০৬৯-৪৪৩০

জিয়া: ০১০-২৫৯১-০৫৬৬

নুর হোসেন:০১০-৬৮৪৯-৯৬৭৬