Search
Close this search box.
Search
Close this search box.

ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলার প্রস্তাব পেলেন তামিম

Tamim Iqbalক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ইনিংসে ৭৩.২৫ গড়ে করেছেন ২৯৩ রান। ১টি সেঞ্চুরি, আর দুটি ৭০ ও ৯৫ রানের ইনিংস। ফাইনালের আগ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

দুর্দান্ত পারফর্মেন্সের কারণে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার প্রস্তাব পেলেন তিনি। আসন্ন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে তামিমকে দলে চায় এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব।

chardike-ad

জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি ও ৯৫ রানের ইনিংসের পরই তামিমকে প্রাথমিকভাবে আগ্রহের কথা জানায় এসেক্স। ইতোমধ্যে আনুষ্ঠানিক চুক্তিপত্রও পাঠিয়েছে ওই কাউন্টি ক্লাব।

তবে প্রায় দুই মাস দেশের বাইরে থাকা তামিম প্রস্তাবটি গ্রহণ করবেন কি না- তা এখনও জানা যায়নি। ন্যাটওয়েস্ট টি-টোয়ন্টি ব্লাস্ট শুরু হবে আগামী ৭ জুলাই। চুক্তিপত্রে সই করলে আগামী মাসের শুরুতেই ইংল্যান্ডে যেতে হবে তামিমকে। ওই সময়ে জাতীয় দলের সূচিতে কোনো খেলা নেই।

তবে ন্যাটওয়েস্ট টি-টোয়ন্টি ব্লাস্ট এসেক্সের হয়ে খেলে দেশে ফেরার পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে হবে তামিমকে। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজ। তাই টানা দুই সিরিজের আগে একটু বিশ্রামের চিন্তা করলে এই চুক্তিতে সই নাও করতে পারেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।

আর চুক্তি করলে অ্যালেস্টার কুক, রবি বোপারা, আসহার জাইদি, জেমস ফস্টারদের সতীর্থ হয়ে রায়ান টেন ডেসকাটের নেতৃত্বে খেলবেন তামিম।

প্রসঙ্গত, এর আগেও ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলেছেন তামিম। ২০১১ সালে। সেবার নটিংহ্যামশায়ারের হয়ে ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি এই ওপেনার।