Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার নৌযান মালিকের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা

সিউল, ৪ জুন ২০১৪:

দক্ষিণ কোরিয়ার গত এপ্রিলে সংঘটিত নৌ-দুর্ঘটনার তদন্ত কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন, দুর্ঘটনা কবলিত নৌযানটির মালিক পরিবারের ফেরারি প্রধান পরোক্ষভাবে সিউলে একটি দূতাবাসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে তা প্রত্যাখ্যাত হয়েছে।

chardike-ad

PYH2014052208550031500_P2তদন্ত কর্মকর্তারা সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি গত সপ্তাহে ৭২ বছর বয়সী ইয়ু বায়ুং ইউন-এর পক্ষে এক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। বার্তা সংস্থা ইয়োনহ্যাপ সিনিয়র প্রসিকিউটর কিম হো-জংয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘দূতাবাসটি তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়েছে। কারণ, ইয়ু সন্দেহভাজন অপরাধী।

কিসের ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় চাওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিস্কার হওয়া যায়নি। ইয়ু গত ১৬ এপ্রিল দুর্ঘটনা কবলিত জাহাজটির মালিকানা ও পরিচালনার নেপথ্যে থাকা পরিবারের প্রধান।

গত মাসে সরকারের পক্ষ থেকে ইয়ুকে তলব করা হয়। কিন্তু ইয়ু এতে সাড়া না দেয়ায় তাকে গ্রেফতারে দেশব্যাপী অভিযান চলছে। তাকে গ্রেফতারে তথ্য সরবরাহের জন্য সরকার ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।