ডেস্ক রিপোর্টঃ অলিম্পিকে সোনাবিজয়ী কোরিয়ার অন্যতম জনপ্রিয় এথলেট কিম ইউনা এই পর্যন্ত ১৩৬টি বিজ্ঞাপনে মডেল হয়েছেন যা কোরিয়ার এথলেটদের মধ্যে সর্বোচ্চ। কোরিয়ার বিজ্ঞাপন নির্মাতা কোম্পানী ইনোচেন ওয়ার্ল্ডওয়াইড এই তথ্য জানিয়েছে। কিম ইউনা এয়ারকিন্ডিশন, জুতা, বিয়ার, ডেইরী পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্যে মডেল হয়েছেন।
কিম ইউনার পরে সর্বোচ্চ মডেল হয়েছেন কোরিয়ার মেরিন বয় নামে খ্যাত পার্ক থেওয়ান। তিনি এপর্যন্ত ৪৩টি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। অন্যান্য এথলেটদের মধ্যে জাং মিরান, লি বুংজু, লি সুং ইউপ পর্যায়ক্রমে সর্বোচ্চ বিজ্ঞাপনে মডেল হয়েছেন।
কিম ইউনার পরে সর্বোচ্চ মডেল হয়েছেন কোরিয়ার মেরিন বয় নামে খ্যাত পার্ক থেওয়ান। তিনি এপর্যন্ত ৪৩টি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। অন্যান্য এথলেটদের মধ্যে জাং মিরান, লি বুংজু, লি সুং ইউপ পর্যায়ক্রমে সর্বোচ্চ বিজ্ঞাপনে মডেল হয়েছেন।
অলিম্পিকে কোরিয়া ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত ১৮০টি মেডেল পেয়েছে। মেডলে পাওয়া এসব তারকাদের মধ্য থেকে ২৮ জন বিজ্ঞাপনের মডেল হয়েছেন।










































