
বিমানবন্দরে ভিড় জমাতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকেই বিমানবন্দরে প্রবেশের দুইটি গেটে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
সরেজমিন দেখা যায়, প্রবেশের দুই গেটে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে তারা আসছেন। ঢাকা মহানগর ছাড়াও গাজীপুর থেকে নেতাকর্মীরা এসেছেন।
গাজীপুর থেকে আসা যুবদল কর্মী আলতাফ হোসেন গণমাধ্যমকে বলেন, দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি এসেছেন। তার নিজ এলাকা মাওনা থেকে আরও নেতাকর্মী আসছেন।
তিনি বলেন, ম্যাডামের দেশে ফেরা একটি ইতিহাস। এই ইতিহাসের সাক্ষী হতে কে না চায়। এছাড়া দলেরও নির্দেশনা রয়েছে। এ কারণে তিনি এসেছেন।
কথা হয় কাওলা এলাকার বিএনপিকর্মী আবু বকরের সাথে। তিনি বলেন, ফ্যাসিস্টের বিদায়ের পর মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছে। আজ ম্যাডাম দেশে আসছেন। দেখবেন খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা হবে।
এদিকে, সকাল সাড়ে ১০টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল বিমানবন্দরের অবতরণের কথা রয়েছে। আর তাকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিমানবন্দর থেকে শুরু করে তার গুলশান বাসভবন পর্যন্ত ভিড় করেছেন।




































