সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ১৪ ডিসেম্বর ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
শেয়ার

দুই শক্তির মধ্যে হবে এবারের নির্বাচন: মির্জা ফখরুল


Mirza Fokhrul 14

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে। একটি শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি। আরেকটি সেই পেছনে পড়া শক্তি- যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে ধর্মের কথা বলে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা একাত্তর সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, একটা স্বাধীন ভূখণ্ড এনেছি। ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। আমরা কি সেই শক্তির দিকে থাকব নাকি, যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকব!

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি। সেই সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে ধানের শীষের মার্কাকে বেছে নেওয়া।

বিএনপি মহাসচিব বলেন, আজকে পশ্চাৎপদ সেই শক্তির ভোল পাল্টাতে চাইছে। তারা চেহারা পাল্টে এমন ভাব দেখাচ্ছে যে, তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। যারা বাংলাদেশের জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে- তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন প্রমুখ বক্তব্য রাখেন।