সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ ডিসেম্বর ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
শেয়ার

সিইসি ও স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা অনুচিত: নাহিদ ইসলাম


Nahid-Islam

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে হাদির ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, হাদির ওপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন বলে আখ্যা দেওয়া প্রত্যাহার করতে হবে। তার মতে, এই ‘অকার্যকর’ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে দায়িত্বে থাকার যোগ্য নন। ৫ আগস্টের পর মামলা বাণিজ্য হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, হাদির ওপর হামলার মাধ্যমে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ ও জুলাই বিপ্লবের শক্তিগুলো ঐক্যবদ্ধ- এই বার্তাই সমাবেশ থেকে দেওয়া হয়েছে।

বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, অতীতে গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দল দমনে ব্যবহৃত হয়েছে। গুম-খুনের সঙ্গে জড়িত থাকলেও এখন খুনিদের ধরতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

হাদির ওপর হামলার প্রসঙ্গে ভারতের নাম উল্লেখ করে নাহিদ বলেন, ভারত যদি আগের মতো হস্তক্ষেপ বা নির্বাচনে কারচুপির চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে হলে ভারতকে সম্মান ও মর্যাদার বিষয়টি মাথায় রাখতে হবে।