
ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর ব্যবস্থাপনা পর্ষদ ঢেলে সাজিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার আহমেদ চৌধুরীকে নতুন চেয়ারম্যান করে ৭ সদস্যের একটি নতুন বোর্ড গঠন করা হয়েছে।
গত ২৩ জুন ডাক বিভাগের মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর আওতায় এই পুনর্গঠন কার্যকর করা হয়েছে।
৭ সদস্যের ব্যবস্থাপনা পর্ষদের অন্য সদস্যরা হলেন—মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়াল ফেলো নিয়াজ আসাদুল্লাহ, আগের পর্ষদে থাকা পিআরআইয়ের গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, ডাক বিভাগের মহাপরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম–সচিব পদাধিকার বলে সদস্য হবেন।
এর আগে, গত বছরের ৫ আগস্টের পট পরিবর্তনের পর নগদ পরিচালনায় যুক্ত একাধিক ব্যক্তি দেশ ত্যাগ করেন। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ২১ আগস্ট প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দেয়। পরে সেপ্টেম্বরে বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি অন্তর্বর্তী পর্ষদ গঠন করা হয়।
তবে সেই পর্ষদের বৈধতা চ্যালেঞ্জ করে একটি পক্ষ আদালতের শরণাপন্ন হয়। সম্প্রতি আদালত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দিয়েছেন।
জানা গেছে, ডাক বিভাগের অনুরোধেই নতুন এই ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।



































