বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৯ জুন ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শেয়ার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.৩১ বিলিয়ন ডলার


বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.৩১ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে ৩১.৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত ২৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ ২৬.৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

আইএমএফের হিসাব পদ্ধতি মেনে হিসাব প্রকাশের পর থেকেও রিজার্ভের এই অংক সর্বোচ্চ। ২০২৩ সালের জুন মাস থেকে গ্রস রিজার্ভের পাশাপাশি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের তথ্য প্রকাশ শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।