বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৭ জুলাই ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শেয়ার

ঋতুপর্ণাদের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা


bd-women

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। সোমবার (৭ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এই পুরস্কার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

গত বুধবার মায়ানমারকে হারিয়ে বাছাইপর্ব পার করে নারী এশিয়ান কাপে খেলার টিকিট নিশ্চিত করে ঋতুপর্ণা চাকমা ও আফঈদা খন্দকারদের দল। নারী ও পুরুষ মিলিয়ে এটি মাত্র দ্বিতীয়বার, যখন এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে জায়গা করে নিল বাংলাদেশ। এর আগে কেবল ১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত আসরে পুরুষ দল একবার খেলেছিল।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের মূল আসর। ইতোমধ্যে ১২ দলের মধ্যে ১১টি দল নিশ্চিত হয়েছে। দলগুলো হলো: স্বাগতিক অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।

ভিডিও স্টোরি: বিস্ময়কর বাঘিনীর দল 

বাফুফে গতকাল হাতিরঝিলে গভীররাতে সংবর্ধনা দিলেও আর্থিক কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। নতুন পুরস্কার ঘোষণা তো দূরের কথা, সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঘোষিত দেড় কোটি টাকা এখনো দিতে পারেনি ফেডারেশন কর্তারা। অথচ ফেডারেশনের কর্তারা (বিশেষ করে একজন সহ-সভাপতি) শুধু মিডিয়ায় আধুনিকতা, পেশাদারিত্বর বুলি আওড়ান!

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনে সাফল্য আসলে তিনি তাৎক্ষণিক পুরস্কার ঘোষণা করেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে ক্রীড়াবিদদের।