রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ অগাস্ট ২০২৫, ৪:৪১ অপরাহ্ন
শেয়ার

চীনা পাসপোর্টের প্রভাব বাড়ছে, ৯০ দেশে ভিসামুক্ত সুবিধা


চীনা পাসপোর্টের প্রভাব বাড়ছে, ৯০ দেশে ভিসামুক্ত সুবিধা

বর্তমানে চীনা পাসপোর্টধারীরা বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত সুবিধা পাচ্ছে। দেশটির জাতীয় অভিবাসন প্রশাসন এই তথ্য প্রকাশ করেছে।

২০২১ সাল থেকে, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ ১০টি নতুন দেশ এ তালিকায় যুক্ত হয়েছে।

চীনের দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা বাস্তবায়নকালে, চীনা পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা, বিশ্বব্যাপী প্রসারিত হয়। জাতীয় অভিবাসন প্রশাসন চীনা পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা প্রদানের জন্য আরও দেশকে উত্সাহিত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সক্রিয়ভাবে সহযোগিতাও করছে।

প্রাসঙ্গিক আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থাগুলোর পরিসংখ্যানগত র‌্যাঙ্কিং অনুসারে, চীনা পাসপোর্ট ২০২১ সালে বিশ্বব্যাপী জনপ্রিয়তার তালিকায় ৭২তম স্থান থেকে ৬০তম স্থানে উঠে এসেছে।