
আসছে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–২০ সিরিজ। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ইনজুরির কারণে বাইরে চলে যাওয়া লিটন দাসের বিকল্প হিসেবেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে নেতৃত্ব দেওয়া উইকেটকিপার ব্যাটার জাকের আলী আফগানিস্তান সিরিজেও অধিনায়কত্ব করবেন। লিটনের অনুপস্থিতিতে তরুণ এই ব্যাটারের কাঁধেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। বিসিবির মেডিকেল টিম জানিয়েছে, লিটনের বাঁ পাশের পাজরের মাংসপেশিতে গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়েছে। এমআরআই রিপোর্টের ভিত্তিতে অন্তত পুরো টি–২০ সিরিজ থেকে তাকে ছিটকে যেতে হয়েছে। তবে আশা করা হচ্ছে, ওয়ানডে সিরিজের আগে তিনি ফিরতে পারবেন।
এশিয়া কাপে খেলা দলেই ভরসা রেখেছে নির্বাচকরা। একমাত্র পরিবর্তন হলো লিটনের জায়গায় সৌম্য। ক্রিকেটাররা বর্তমানে আমিরাতেই অবস্থান করছেন। শারজাহতে সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২, ৩ ও ৫ অক্টোবর।
ঘোষিত স্কোয়াডে আছেন জাকের আলী (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।








































