
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধনের প্রাথমিক পর্যায়ে গ্রহণযোগ্য বিবেচনা করে আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে নির্দেশ দিয়েছে দেশের সাংবিধানিক নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ নতুন দল নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর পরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ চিঠি পাঠানো হয়। তবে দলটির প্রথম পছন্দ ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে।
চিঠিতে বলা হয়, এনসিপি নিবন্ধনের আবেদনে শাপলা, কলম ও মোবাইলকে প্রতীক হিসেবে চেয়েছিল। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় সেটি বরাদ্দযোগ্য নয়। এ অবস্থায় বিধি অনুযায়ী কমিশনের তালিকাভুক্ত অব্যবহৃত প্রতীকগুলোর মধ্যে থেকে দলটিকে একটি বেছে নিতে বলা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, “শাপলা প্রতীক দেওয়ায় কোনো আইনি বাধা নেই। কিন্তু ইসি আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি ধরনের হাস্যকর প্রতীক রেখেছে। এটি বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী আচরণ।”
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণ স্বাধীন নির্বাচন কমিশন চেয়েছিল। অথচ বর্তমান কমিশন ‘একদলীয় অফিসে’ পরিণত হয়েছে। এর মাধ্যমে সংবিধানকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ‘জাতীয় লীগ’ নামে একটি দল নিবন্ধন পেতে যাচ্ছে, অথচ এ পর্যন্ত তাদের কোনো কার্যক্রমই দেখা যায়নি। এতে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া দলগুলোর নিবন্ধন বাতিলেরও দাবি জানান।
ইসি জানিয়েছে, নতুন দলের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের সংখ্যা ৫০টি। এর মধ্যে রয়েছে— বেগুন, কলা, লিচু, স্যুটকেস, আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টেবিল, টেলিফোন, ফ্রিজ, তবলা, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, চিংড়ি, থালা, বেঞ্চ, প্রজাপতি, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, হরিণ, হাঁস, হেলিকপ্টারসহ অন্যান্য প্রতীক।
আগামী ৭ অক্টোবরের মধ্যে এনসিপিকে এ তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।







































