শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ অক্টোবর ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

পিআর আন্দোলনের নামে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে: মির্জা ফখরুল


Mirza Fakhrul Islam

সংস্কার কমিশন পিআর (প্রতিনিধিত্বের অনুপাত) পদ্ধতি প্রস্তাব করেনি, বরং দু’একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির নাম করে আন্দোলন চালিয়ে ভোট বিলম্ব করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, “পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি- জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু মানুষ গ্রহণ করবে না।”

তিনি প্রশ্ন করে বলেন, পিআর নিয়ে দেশে হঠাৎ একটি নতুন বিষয় এসেছে, যার ব্যাপারে কারো কোনো ধারণাই নেই; এমনকি সভায় উপস্থিত অনেকেই পিআর পদ্ধতিকে বোঝে না – এ প্রশ্নের উত্তরে উপস্থিত নেতারা ‘না, না, বুঝি না’ বলে সাড়া দেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, কিছু রাজনৈতিক দলের ওই আন্দোলনের উদ্দেশ্য একটিই – নির্বাচন বিলম্ব করা। তিনি উল্লেখ করেন, “অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট- আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন। আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়।”

ফখরুল দাবি করেন, নির্বাচনে জনগণ সেই দলকেই বেছে নেবে যে দল পরীক্ষিত, অতীতে সরকারে ছিল ও জনগণের জন্য কাজ করেছে- যে দল মানুষকে ‘আশার আলো’ দেখিয়েছে। তিনি বলেন, বিএনপি দেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশে রূপান্তর করতে চায় এবং তা অর্জনের পথে এগোতে হবে; যদিও অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত থাকায় জনগণই তা পরাজিত করার শক্তি রাখে।