বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৩ অক্টোবর ২০২৫, ৯:৪১ অপরাহ্ন
শেয়ার

ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা


gold

ফাইল ছবি

দেশে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক ঘোষণায় জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৬১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

সোমবার (১৩ অক্টোবর) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় আনা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন প্রথমবারের মতো ভালো মানের এক ভরি সোনার দাম পৌঁছায় ২ লাখ ৯ হাজার ১০১ টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এবার আবার দাম বাড়ায় সেই রেকর্ডও ভেঙে গেলো।

নতুন ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরিতে বেড়েছে ৪ হাজার ৪০৯ টাকা, নতুন দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের ভরিতে ৩ হাজার ৬৭৬ টাকা বেড়ে দাম হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ৩ হাজার ২১৯ টাকা বাড়িয়ে নতুন দাম ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।