শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ অক্টোবর ২০২৫, ২:৩০ অপরাহ্ন
শেয়ার

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: নাহিদ ইসলাম


Nahid Islam

“জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে”- এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদে শুধু সই করলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না। প্রকৃত জাতীয় ঐক্য গড়ে ওঠে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে। জাতীয় শ্রমিক শক্তি সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের পথ তৈরি করবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে শ্রমিকরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। জাতীয় শ্রমিক শক্তি বাংলাদেশের শ্রমিকদের মুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।