সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার

ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তার হাজিরা আজ


ফাইল ছবি

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম এবং জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার ১৫ সেনা কর্মকর্তাকে আজ রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হবে।

তিন সদস্যের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জন আসামি। এ মামলায় ১০ জন গ্রেপ্তার এবং শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক রয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল। আজ আসামিপক্ষের বক্তব্য শোনার দিন ধার্য রয়েছে।

এছাড়া জেআইসি সেল বা আয়নাঘরে গুমের ঘটনায় শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। এতে ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক গ্রেপ্তার থাকলেও সাবেক পাঁচ মহাপরিচালকসহ বেশ কয়েকজন আসামি পলাতক।

অন্যদিকে জুলাই বিপ্লবের সময় রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় দুইজন গ্রেপ্তার এবং ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি ও রামপুরা থানার সাবেক ওসি পলাতক রয়েছেন।

আজ এসব মামলায় আসামিপক্ষের বক্তব্য শুনে পরবর্তী আদেশ দেবেন ট্রাইব্যুনাল।