Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানের অনন্য রেকর্ড

pakistan

বিশ্বকে নতুন করে চমকে দিল পাকিস্তান ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে এর আগে এমনটি কখনো হয়নি। আর হবে কিনা তাতেও সন্দেহ রয়েছে!

chardike-ad

টেস্টে এক ইনিংসে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানের প্রত্যেকের রান ৮০-এর ওপরে! নিতান্তই বিস্ময়কর একটি ঘটনা। আর ঘটনাটি ঘটেছে ২১৪৪তম টেস্টে। রেকর্ডটি গড়েছে আনপ্রেডিকটেবল পাকিস্তান। আর তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটেছে। প্রথম দিন মোহাম্মদ হাফিজ ৯৬ রানে আউট হন। তবে শতকের দেখা পান আহমেদ শেহজাদ। ১২৬ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে ছিলেন আজহর আলী ৪৬। দ্বিতীয় দিনে আহমেদ শেহজাদ ১৭৬ ও আজহর আলী ৮৭ রানে সাজঘরে ফিরেন। এরপর চতুর্থ উইকেটে জুটি বাঁধেন অধিনায়ক মিসবাহ-উল-হক ও ইউনুস খান। দুজনই শতকের দেখা পান। ইউনুস ১০০ ও মিসবাহ ১০৩ রান করেন। পাকিস্তান ৩ উইকেটে ৫৬৬ রানে ইনিংস ঘোষণা করে। ইউনুস ও মিসবাহ ইনিংস শেষে অপরাজিত থাকেন।

রেকর্ড হয় ভাঙার জন্য। যেকোনো রেকর্ডই যখন-তখন যে কেউ ভাঙতে পারে। তবে এমন রেকর্ড গড়াটা সৌভাগ্য ও সাধনার বিষয়।