Search
Close this search box.
Search
Close this search box.

জিম্বাবুয়েকে বাংলাওয়াশ

ban_cricket_team

সফরকারী জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করল টাইগাররা। চট্টগ্রামে শেষ টেস্টে ১৮৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এর আগে ঢাকা ও খুলনা টেস্টে জয় পায় স্বাগতিকরা।

chardike-ad

টেস্টের শেষ দিনের পথচলা মোটেই সুখকর হয়নি জিম্বাবুয়ের। পার্টটাইম বোলার শুভাগত হোমের শিকার হয়ে সাজঘরে ফেরেন হ্যামিলটন মাসাকাদজা। বিদায়ের আগে ৯১ বলে ৩৮ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি।

মাসাকাদজার পর বিদায় নিলেন সিকান্দার রাজাও। শুভাগত হোমের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ বেছে নেন রাজা। তার আগে ৭৫ বলে ৯ চার ও ২টি ছক্কায় ৬৫ রান করেন তিনি।

শুভাগত হোমের পর উইকেটের দেখা পেলেন জুবায়ের হোসেন লিখনও। জিম্বাবুয়ের ১৬৫ রানের মাথায় অধিনায়ক ব্রেন্ডন টেলরকে সাজঘরে ফেরত পাঠান তিনি। এবার এলটন চিগুম্বুরাকেও ফেরালেন জুবায়ের। ইমরুল কায়েসের হাতে তালুবন্দী হওয়ার আগে ৫ রান করেন চিগুম্বুরা।

অবশেষে উইকেটের দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদও। ব্যক্তিগত ১৬ রানের মাথায় মাহমুদউল্লাহর বলে এলবিডল্ডিউর শিকার হন ক্রিগ আরভিন। এবার রিচমন্ড মুতমবামিকে (২) এলবিডব্লিউর ফাদে ফেলেন তাইজুল ইসলাম। এরপর বিদায় নেন টিনাশে পানিয়াঙ্গারাও। ব্যক্তিগত ২ রানের মাথায় রুবেল হোসেনের শিকার হন তিনি।

দলীয় ২৬২ রানের শাথায় শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের শিঙ্গি মাসাকাদজা (০)। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন মিশিউংগি। এটিও শফিউলের উইকেট।

সবকটি উইকেট হারিয়ে ২৬২ রান করে জিম্বাবুয়ে। বাংলাদেশ জয় পেয়েছে ১৮৬ রানে।

এর আগে ৪৪৯ রানের প্রায় অসম্ভব টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ে ১ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। সিকান্দার রাজা ৪৩ ও মাসাকাদজা ২৬ রানে অপরাজিত ছিলেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৫০৩ রান সংগ্রহ করে। জবাবে জিম্বাবুয়ে ৩৭৪ রানে আটকে যায়। ১২৯ রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে। ৫ উইকেটে ৩১৯ রান তুলে ইনিংস ঘোষণা করেন মুশফিক।

উল্লেখ্য, প্রথম দুই টেস্ট জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই টেস্ট জিতলে ঘরের মাঠে প্রথমবারের মতো কোন দলকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ।