বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৮ মার্চ ২০১৫, ১০:৩০ পূর্বাহ্ন
শেয়ার

সেলফিতে সাকিব-শিশিরের জয় উদযাপন


sakibবৃহস্পতিবার স্কটল্যান্ডের দেয়া বিশাল রানের টার্গেট তাড়া করে জিতেছে টাইগাররা। বিশ্বকাপ আসরে এই জয় নিঃসন্দেহে কোয়ার্টার ফাইনালের দিকে বাংলাদেশের আরেক ধাপ এগোনো। একইসাথে পরবর্তী ম্যাচের জন্য উদ্দীপনার যোগানও বটে।

সেই আনন্দ ভাগাভাগি করে নিতেই রাতে খাবার টেবিলে টাইগাররা উদযাপন করেছেন গুরুত্বপূর্ণ এই জয়টিকে। তাসকিন আহমেদ তার ফেইসবুক পেইজে আপলোড করেছেন নাসিরের তোলা সেলফিতে হাস্যোজ্জ্বল সাকিব আর তার স্ত্রী শিশিরের ছবি।