এইতো সেদিনের কথা, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের খেলা থাকলে বোঝা মুশকিল ছিলো, এটা পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম নাকি মিরপুর। এতো বেশী পাকিস্তানের সমর্থক থাকতো। কিন্তু সময় বদলেছে, এখন পাকিস্তানের নয়, লাল-সবুজের পতাকায় ভরে থাকে মাঠ। আর পাকিস্তানের পতাকা দেখলেই নাক সিটকান বাংলাদেশের সমর্থকরা। আর বুধবার তো এক পাকিস্তান সমর্থক উত্তম-মাধ্যম খেয়ে গেলেন!
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তখন ব্যাট করছে পাকিস্তান। এই সময়েই গ্যালারীতে ঘটে এক মজার ঘটনা। বাংলাদেশের এক পাকিস্তান সমর্থক পাকিস্তানের পতাকা নিয়ে গ্যালারীতে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তার দিকে জুতা হাতে নিয়ে তেড়ে যান ষাটোর্ধ এক বৃদ্ধ। তার সঙ্গে যোগ দেন অন্যান্য সমর্থকরা।
পরে আইন-শৃঙ্খলাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করেন। যদিও পাকিস্তানের ওই সমর্থককে পরে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাইফুর রহমানের একাউন্ট থেকে ছবিটি নেওয়া হয়েছে।