শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৬ অগাস্ট ২০১৫, ৮:৪১ অপরাহ্ন
শেয়ার

দেশে ফিরে টাইগারদের নিয়ে যা বললেন হাশিম আমলা


amlaঢাকা ত্যাগ করে নিজ দেশের মাটিতে পা রেখে বাংলাদেশের সাথে নিজেদের ক্রিকেট লড়াই নিয়ে কথা বলেন হাশিম আমলা। তিনি বলেন, বিশ্বকাপের পর থেকে টানা সিরিজ জিতে টাইগাররা নিজেদেরকে প্রমাণ করেন দিয়েছে।

হাশিম আমলা বলেন, বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে খেলাটা খুবই কষ্টকর। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক জানান, তবে তারা ঘুরে দাঁড়াবে।

আসন্ন নিউজিল্যান্ডের সাথে দলের ভালো ক্রিকেট খেলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ২০১৫ বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়া অন্যদিকে বাংলাদেশের কাছে উল্লেখ করার মত কোনো সাফল্য না পাওয়ায় খানিকটা হতাশ হাশিম আমলা। আর এ নিয়ে হতাশার সুরে নিজ দেশের গণমাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তাকে।