বিরোধপূর্ণ জলসীমা থেকে চীনের অবৈধ মাছ ধরা নৌযান বিতাড়িত করতে অভিযান শুরু করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সাগর সীমান্তের কাছে নিরপেক্ষ জলসীমায় টহল দিচ্ছে দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনী।
১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার পর এবারই প্রথম ওই সাগরে সামরিক অভিযান চালানো হল। সাগরের এই এলাকাটি বাফার জোন হিসেবে কাজ করে।
অবৈধ মাছ ধরা ট্রলারের ব্যাপারে সিউল বারবার বেইজিংয়ের কাছে অভিযোগ করে আসছে।
তবে বিরল এই সামরিক অভিযানের ব্যাপারে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি।
উল্লেখ্য, মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ড (ইউএনসি) কোরীয় যুদ্ধ অবসানের পর থেকেই এ অঞ্চলে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করে আসছে। সূত্র: এএফপি