কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ইংলিশদের দেওয়া ২১২ রানের টার্গেটে ব্যাটিং নেমে ৩৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সরফরাজ আহমেদের নেতৃত্বে দলটি। আর শেষ চারেই বিদায় নিল স্বাগতিক ইংলিশ শিবির।
আগামীকাল (১৫ জুন) বার্মিংহামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এদের মধ্যে যারা জয়ী হবে তাদের সঙ্গে ১৮ জুন ওভালে ফাইনালে লড়বে পাকিস্তান।
এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৬ রান আসে আজহার আলী ব্যাট থেকে। এছাড়া হাফসেঞ্চুরি করেন ওপেনার ফখর জামান। আর বাবর আজম ৩৮ ও মোহাম্মদ হাফিজ ৩১ করে অপরাজিত থাকেন। এর আগে টসে হেরে ৪৯.৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২১১ রান করেছিল ইংল্যান্ড । ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৬ রান করেন জো রুট। আর পাক বোলারদের মধ্যে হাসান আলী ১০ ওভারে ৩৫ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন।
পাকিস্তানের ওপেনিং জুটিতে এদিন ১১৮ রান তোলেন আজহার আলী ও ফখর জামান। তবে দারুণ খেলতে থাকা ফখর শেষ পর্যন্ত ৫৮ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৫৭ রান করে আদিল রশিদের বলে আউট হন। স্ট্যাম্পিংয়ের শিকার হন এ বাঁহাতি তরুণ। আরেক ওপেনার আজহার আলী সেঞ্চুরির পথে হাঁটলেও শেষ পর্যন্ত ৭৬ রানে বিদায় নেন। জ্যাক বলের বলে বোল্ড হওয়ার আগে ১০০ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান।
এর আগে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে শুরুতেই অভিষিক্ত রুম্মান রাইস অ্যালেক্স হেলসকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন। পাঁচ ওভারের পঞ্চম বলে দলীয় ৩৪ রানের মাথায় ১৩ রানে থাকা হেলসের বিদায় ঘটে। দলীয় ৮০ রানের সময় দ্বিতীয় ওপেনারকে হারায় ইংলিশরা। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে সুযোগ পাওয়া জনি বেয়ারস্টোকে ৪৩ রানে থামান স্পিনার ইমাদ ওয়াসিম। হাসান আলীর ক্যাচে পরিণত হন তিনি।
২৮তম ওভারের তৃতীয় বলে ভালো খেলতে থাকা জো রুটকে ফেরান লেগস্পিনার শাহদাব খান। ৪৬ রান করে তিনি উইকেটরক্ষক সরফরাজ আহমেদের ক্যাচে প্যাভিলিওনে যান। দলীয় ১৪১ রানের মাথায় উইকেট বিলিয়ে দেন অধিনায়ক ইয়ন মরগান। ৩৩ রানে থাকা দলনেতাকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন
হাসান আলী। এদিন তৃতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করনে অধিনায়ক মরগান।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলারকে উইকেটে বেশিক্ষণ থাকতে দেননি জুনায়েদ খান। ব্যাক্তিগত ৪ রানে নিজের দ্বিতীয় শিকারে এ হার্ডহিটারকে ফেরান বাঁহাতি পেসার জুনায়েদ। এ সময় ইংলিশরা ১৪৮ রান করে।৩৯ ওভারে নিজের তৃতীয় শিকার বানিয়ে মঈন আলীকে ফেরান জুনায়েদ। ১১ রানে থাকা এ বাঁহাতিকে দারুণ এক ক্যাচে প্যাভিলিওনমূখী করেন ফখর জামান। ৪৪তম ওভারে দলীয় ১৮১ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফেরেন আদিল রশিদ।
৩৪ রান করে হাসান আলীর তৃতীয় শিকার হন বেন স্টোকস। আর রুম্মানকে দ্বিতীয় উইকেট উপহার দেন লিয়াম প্লাঙ্কেট। ইনিংসের শেষ বলের আগের বলে রান আউট হন মার্ক উড।







































