শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২২ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫০ অপরাহ্ন
শেয়ার

এক মাঠেই মেসির ৩০০ গোল!


messsiফুটবল বিশ্বের অদম্য তারকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেলমেসি। বিশ্ব ফুটবলে তাকে জাদুকরই বলা চলে। আবার গোল মেশিন বললেও বোধ হয় ভুল হবে না। মেসির খেলা মানেই গোলের বন্যা। নতুন নতুন রেকর্ড সৃষ্টি। তেমনি বার্সার নিজের মাঠ ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতেও গড়েছেন নতুন এক কীর্তি। একই মাঠে ৩০০ গোলের মাইল ফলক ছুয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে প্রতিপক্ষ এইবারকে ৬-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই ম্যাচে মেসি একাই করেছেন চার চারটি গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩০০।

২০০৪ সালে বার্সেলোনায় ক্যারিয়ার শুরু করার পর এখন পর্যন্ত ৫১৬ ম্যাচ খেলেছেন মেসি। সবমিলিয়ে ক্লাবটিতে তার মোট গোল দাড়িয়েছে ৪৮৫টি। আর চলতি লিগে ৫ ম্যাচে ৯ গোল করে পিচিচি শিরোপার দিকে এগিয়ে যাচ্ছেন বার্সার এই গোল মেশিন।

এছাড়া মঙ্গলবার রাতে আরেকটি হ্যাট্রিক করায় স্পেনের শীর্ষ লিগে ২৮টি হ্যাটট্রিক হয়েছে মেসির। কাতালান ক্লাবটির হয়ে সব মিলিয়ে এটি তার ৩৯তম হ্যাট্রিক। আর জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ৪৩তম হ্যাটট্রিক করেছেন মেসি।